Saturday, February 8, 2025

৩০ হাজার অবৈধ অভিবাসীর জন্য নতুন ‘গুয়ানতানামো’ বানানোর নির্দেশ ট্রাম্পের!

Share

জেবিটিভি রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন যে তিনি ৩০ হাজার অবৈধ অভিবাসীর জন্য একটি নতুন ‘গুয়ানতানামো’ তৈরি করতে পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেবেন। কিউবার গুয়ানতানামো বের মার্কিন নৌঘাঁটিতে ইতিমধ্যেই একটি অভিবাসী আটক কেন্দ্র রয়েছে, যা উচ্চ-নিরাপত্তাবিশিষ্ট সন্ত্রাসী কারাগার থেকে আলাদা।

এটি কয়েক দশক ধরে ব্যবহূত হয়ে আসছে, বিশেষত সমুদ্রে আটক হওয়া হাইতিয়ান ও কিউবান অভিবাসীদের রাখার জন্য। ট্রাম্পের অভিবাসন বিষয়ক উপদেষ্টা টম হোম্যান জানিয়েছেন, বিদ্যমান কেন্দ্রটি সম্প্রসারিত করা হবে এবং এটি ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট দ্বারা পরিচালিত হবে।

হোয়াইট হাউজে এক ভাষণে ট্রাম্প বলেছেন, আমি এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করছি যা প্রতিরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে গুয়ানতানামো বে-তে ৩০,০০০ আসনের বন্দিশিবির প্রস্তুত করার নির্দেশ দেবে। এটি ব্যবহার করা হবে আমেরিকান জনগণের জন্য হুমকিস্বরূপ সবচেয়ে ভয়ংকর অপরাধী অবৈধ অভিবাসীদের আটক করতে। তিনি আরো বলেন, তাদের মধ্যে কিছু সংখ্যক এতই ভয়ংকর যে আমরা তাদেরকে স্বদেশে ফেরত পাঠাতেও ভরসা পাই না। তাই আমরা তাদের গুয়ানতানামোতে পাঠাব। তবে ট্রাম্পের এই ঘোষণার প্রতিক্রিয়ায় কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এই সিদ্ধান্তকে ‘বর্বরতার নিদর্শন’ বলে আখ্যা দিয়েছেন।

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত : এদিকে, ডোনাল্ড ট্রাম্প বুধবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা বিদেশি ছাত্রদের মধ্যে যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেবে তাদের ভিসা বাতিল হবে। ট্রাম্প বলেছেন, যারা জিহাদিপন্থি বিক্ষোভে অংশ নিয়েছে, ২০২৫ সালের মধ্যেই আমরা তাদের খুঁজে বের করব এবং বহিষ্কার করব। আমি পরিষ্কার বলতে চাই যে, সকল হামাস সমর্থক শিক্ষার্থীদের ছাত্র ভিসা বাতিল করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এরকম চরমপন্থার আস্তানায় পরিণত হয়েছে, যা আমরা আর সহ্য করব না।

আরও পড়ুন

আরও সংবাদ