জেবি টিভি রিপোর্ট : যুক্তরাষ্ট্র থেকে ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে। একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এই ভারতীয়রা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। একটি মার্কিন সামরিক উড়োজাহাজে করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। উড়োজাহাজটি ইতিমধ্যে ভারতের উদ্দেশে যুক্তরাষ্ট্রের টেক্সাস ছেড়েছে।
২০৫ ব্যক্তির প্রত্যেকের ভারতীয় নাগরিকত্ব যাচাই করা হয়েছে। বিষয়টি এ প্রক্রিয়ায় নয়াদিল্লির যুক্ত থাকার ইঙ্গিত দেয়।
সূত্রের তথ্যমতে, একটি সি-১৭ মার্কিন সামরিক উড়োজাহাজে করে এই অবৈধ ভারতীয় অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এ দফায় তাঁর দায়িত্ব গ্রহণের পর সম্ভবত এই প্রথম যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন সামরিক উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প কঠোর অবস্থানে আছেন। যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বের করে দেওয়াটা তাঁর এ অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ।
ইতিমধ্যে মার্কিন সামরিক উড়োজাহাজে করে অবৈধ অভিবাসীদের গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে রেখে আসা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে খবর বেরিয়েছে। এ খবরের মধ্যেই প্রথম দফায় ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো।
ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রসহ অন্য দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের বৈধ প্রত্যাবর্তনের ব্যাপারে নয়াদিল্লির আপত্তি নেই।
ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, ইতিহাসে প্রথমবারের মতো তাঁরা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করছেন; তাঁদের সামরিক উড়োজাহাজে তুলছেন। তাঁরা যে জায়গা থেকে এসেছিলেন, সেখানে তাঁদের ফেরত পাঠাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি তাঁকে আশ্বস্ত করেছেন, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যা ঠিক, তা করবে ভারত।
নিউইয়র্কভিত্তিক ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র ও ভারত।