Friday, February 7, 2025

ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে বাংকার, ভেতরে ফেনসিডিলের বোতল

Share

জেবি টিভি রিপোর্ট : ভারতের নদীয়ায় ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি বাংকারের সন্ধান পাওয়া গেছে। এসব বাংকার ফেনসিডিলের বোতলে ভরা ছিল। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা।

ভারত–বাংলাদেশ সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে নদীয়ায় তিনটি বাংকারের খোঁজ পায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। তারা পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে এসব বাংকারে তল্লাশি চালায়। ওই এলাকায় আরও কয়েকটি বাংকার তৈরির প্রস্তুতি চলছিল।

কী ধরনের বাংকার

সীমান্ত এলাকায় মাটি কেটে এসব বাংকার তৈরি করা হয়েছিল। এরপর গর্তের মধ্যে ধাতুর তৈরি বাক্স রাখা হয়। সেগুলোর ভেতরে ফেনসিডিলের বোতল রাখা হয়েছিল।

বিএসএফ ও পুলিশের যৌথ এই অভিযানে ৬২ হাজার কাশির ওষুধের বোতল পাওয়া যায়। এই ওষুধ মাদক হিসেবেও ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেনসিডিল চোরাচালান করা হয় বলে অভিযোগ রয়েছে।

যেভাবে বাংকারের খোঁজ পাওয়া গেল

এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, প্রতিটি বাংকার ছিল ১৫ ফুট গভীর। এখান থেকে উদ্ধার করা ফেনসিডিলের দাম ১ কোটি ৪০ লাখ টাকার মতো।

চোরাকারবারিরা বাংকারগুলো জিনিস মজুতের কাজে ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএসএফের মুখপাত্র।

কীভাবে এই বাংকার তৈরি করা হলো

সীমান্তের এত কাছে পুলিশ ও বিএসএফের চোখ এড়িয়ে এসব বাংকার কীভাবে তৈরি হলো, তার জবাব পাওয়া যায়নি। উদ্ধার হওয়া বাংকারগুলোর মধ্যে দুটি ছিল জঙ্গলের মধ্যে। একটি তালাঘরের তলায়।

বাংকার বানাতে মাটি সরানো হয়। এরপর ধাতুর কাঠামো বসানো হয়। কিন্তু পুলিশ কিংবা বিএসএফ তা টের পায়নি। এ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ। পাশাপাশি এসব বাংকার নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

হোতাকে খুঁজছে পুলিশ

বাংকারের সন্ধান পাওয়ার পর থেকে সুশান্ত ঘোষ নামের একজনকে খুঁজছে পুলিশ। তাঁর নামে মাদক পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর এক মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ। স্থানী ব্যক্তিরা জানিয়েছেন, কিছুদিন আগে সুশান্ত ওই জমি কিনেছিলেন।

এ ঘটনায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকার বলেছেন, বিএসএফের গোয়েন্দার খবর দেওয়ার পর বাংকার উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ কিছুই করেনি।

অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, সীমান্ত ও এর পার্শ্ববর্তী এলাকা নিরাপদ রাখার দায়িত্ব বিএসএফের। তারা জেনেই বাংকার উদ্ধার করতে গেছে। সেখানে পুলিশ যেতে পারে না।

আরও পড়ুন

আরও সংবাদ