Saturday, February 8, 2025

নতুন অ্যালবাম ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Share

মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি বড় ফিচার আসতে চলেছে। নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অটোমেটিক অ্যালবাম তৈরি হয়ে যাবে।

অটোমেটিক অ্যালবাম ক্রিয়েশন নামের এই ফিচারটি সেইসব ব্যবহারকারীদের কাজে আসতে পারে, যাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। এই ফিচারটি আসার পরে যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল চালাচ্ছেন তারা মিডিয়া ফাইলগুলোকে সহজভাবে স্টোর করতে পারবেন।

এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো যে চ্যানেলে শেয়ার করা ফটো-ভিডিও তার একটি অ্যালবামে স্টোর করতে পারবেন। বর্তমানে ফিচারটি বেটা সংস্করণে পরীক্ষা চলছে। সকলের জন্য কবে এটি উন্মুক্ত হবে সেটি জানা যায়নি।

আরও পড়ুন

আরও সংবাদ