জেবি টিভি রিপোর্ট : নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে বাসিন্দা, গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত ও ছিন্নমূল মানুষদের পুনর্বাসনে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস।
তিন বছরের দায়িত্ব পালন শেষে স্টেইট অব দ্য সিটি বক্তব্যে অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন মেয়র এরিক অ্যাডামস। বৃহস্পতিবার সকাল থেকেই তাই তীব্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় ম্যানহাটনের এপোলো থিয়েটার এর আশপাশে। হলের বাইরে মেয়রের বিপক্ষে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন কয়েকশ মানুষ।
হলের ভিতরে জড়ো হন সিটি হল সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি স্টেইট, সিটি, ও বিভিন্ন বরোর জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা। শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থের পাশপাশি পবিত্র কোরআন থেকেও তেলওয়াত করা হয়।
এরপর প্রয়াত প্রেসিডেন্ট জিমি কার্টারকে স্মরণের পাশাপাশি অ্যামেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
মেয়র তার বক্তব্যে বলেন, নিউ ইয়র্ক সিটির অন্যতম সমস্যা সাবওয়ের নিরাপত্তা। গত কয়েক বছরে ২০ হাজারের বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি সিটির আইনশৃঙ্খলা বাহিনীর পিছনে খরচ হয়েছে ৪৮৫ মিলিয়ন ডলার।
সিটির সাবওয়েতে নিরাপত্তার জন্য ছিন্নমূলদের পুনর্বাসন গুরুত্বপূর্ণ। এ কাজ অগ্রাধিকারের তালিকায় রয়েছে জানিয়ে মেয়র বলছেন, অনেকের কাছে উচ্চাভিলাষী মনে হলেও এ জন্য ৬৫০ মিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছেন তিনি।
বক্তব্য শেষে স্টেইট ও সিটির কর্মকর্তারা মনে করছেন, মেয়রের ইচ্ছার বাস্তবায়ন করতে হলে দরকার হবে সমন্বিত একটি কর্ম-পরিকল্পনার।
এ মেয়াদে এটি মেয়রের চতুর্থ ও শেষ ‘স্টেইট অব দ্যা সিটি’ ভাষণ। ২০২৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকলেও বক্তৃতায় ৫ বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।