জেবি টিভি রিপোর্ট : এক মাস না পার হতেই আবারো আলাচনার কেন্দ্রবিন্দুতে নিউইয়র্ক সিটির সাবওয়ের নিরাপত্তাহীনতা। গত ১০ জানুয়ারী মধ্যরাতে এক মুখোশধারী সিরিয়াল অগ্নিসংযোগকারী লেট নাইট সাবওয়েতে অন্যান্য যাত্রীর সামনেই পাশের একটি খালি বেঞ্চে আগুন ধরিয়ে দেয়। এ সময় অগ্নিসংযোগকারী শরীরে কালো পাফার জ্যাকেট, কালো হুডি এবং কালো মুখোশ ছিলো । যা এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।
এখানেই শেষ নয়, আরেক ব্যাক্তি ব্রুকলিন ব্রিজ-সিটি হল ট্রেন স্টেশনের কাছে একটি কাগজের কাপে আগুন ধরিয়ে দেয় এবং আবর্জনার পাত্রে ফেলে দেয়। অন্য দিকে একই দিনে ব্রডওয়ের সামনে সিটি হলের কাছে পার্ক করা নিউ ইয়র্ক পুলিশের গাড়িতে এক অগ্নিসংযোগকারী আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। ১৪ মেয়ার স্ট্রিটের কাছে আরেকটি খালি গাড়িতে আগুন ধরিয়ে দেয় অন্য একজন। এনওয়াইপিডি জানিয়েছে, আগুনে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবার ৪র্থ আগুনের সূত্রপাত ভোর ৩:৪০ এর দিকে। উডহেভেন অ্যাভিনিউ স্টেশনের ভেতরে উত্তরমুখীগামী জে ট্রেনের একটি ঘুমন্ত স্ট্র্যাপহ্যাঞ্জারের পাশে আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। এটি ধরা পরে পুলিশ এবং সাবওয়ের নজরদারি সিসিটিভি’তে। পুলিশ জানিয়েছে , তাদের ‘অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ইউনিট’ ঘটনাগুল তদন্ত করছে। এই ঘটনাগুলো ঘটেছে ব্রুকলিন এফ ট্রেনে ঘুমন্ত গৃহহীন মহিলা দেবরিনা কাওয়াম, ৫৭-কে পুড়িয়ে মারার কয়েক সপ্তাহের মধ্যে ।
এনওয়াইপিডি এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানালে পুলিশের ‘ক্রাইম স্টপার্স’ প্রোগ্রামে সেই ব্যক্তিকে ৩ হাজার ৫০০ ডলার পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছে।