Saturday, February 8, 2025

এমবাপ্পের হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত রিয়াল মাদ্রিদের

Share

ফরাসি ক্লাব পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কিছুটা ধুঁকছিলেন কিলিয়ান এমবাপ্পে। লস ব্লাঙ্কোদের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল বিশ্বকাপজয়ী এই ফুটবলারের। তবে নিজের চিরচেনা ছন্দে ফিরছেন এই ফরাসী তারকা। শেষ ৫ ম্যাচে ৮ গোলের দেখা পেয়েছেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) লা লিগার ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের হয়ে এটি এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক। ম্যাচের ৩০ মিনিটেই রিয়ালকে লিড এনে দেন এই ফরাসি তারকা। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে আবারও গোল করে দলের লিড বাড়ান এমবাপ্পে। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোরা। সেখান থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি আরও পোক্ত করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫। আর এক ম্যাচ কম খেলে বার্সেলোনার সংগ্রহ ৩৯ পয়েন্ট।

ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘হ্যাটট্রিকের করে খুশি। তবে জয়ের জন্য আরও বেশি খুশি। আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ কর অ্যাতলেটিকোর ড্রয়ের পরে আমাদের ওপর বেশি চাপ ছিল।’

আরও পড়ুন

আরও সংবাদ