জেবিটিভি রিপোর্ট: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ ভূখণ্ডে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর বিরুদ্ধে কিয়েভকে সতর্ক করেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) রসিয়া টিভি চ্যানেলে প্রচারিত ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে ল্যাভরভ চলমান ড্রোন হামলার নিন্দা জানিয়ে বলেন, কিয়েভ সরকার ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি জঘন্য এবং সমস্ত সন্ত্রাসবিরোধী কনভেনশনের সরাসরি লঙ্ঘন।
ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের পদক্ষেপ রাশিয়ার পক্ষ থেকে ক্রমবর্ধমান নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী ২৪-২৫ ডিসেম্বর রাতে ইউক্রেনের ৫৯টি ড্রোন প্রতিহত করেছে। এর আগে শনিবার কাজানে আবাসিক ভবন ও একটি কারখানায় হামলা চালানো হয়। সৌভাগ্যক্রমে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও এটি উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি করেছে।
সামরিক সূত্রে জানা গেছে, ইউক্রেন তার সর্বশেষ হামলায় ফিক্সড-উইং ড্রোনের তিনটি বহর ছোড়ে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশ কিছু ইউএভি ভূপাতিত করেছে।
রুশ সংবাদমাধ্যম আরটি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত বাড়ার পর থেকে ইউক্রেন ক্রমবর্ধমানভাবে রাশিয়ার অসংখ্য অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলা মস্কোকে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্ররোচিত করেছে। রাশিয়া বারবার বলেছে, তারা কখনোই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করে না।