জেবি টিভি রিপোর্ট : আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিকে ‘অপরাধী সংস্থা’ আখ্যা দিয়ে এটি বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
এমন সময় ইলন এ ঘোষণা দিলেন, যখন মাস্কের প্রতিনিধিদের সংরক্ষিত গোপন নথি দেখার সুযোগ না দেয়ায় সংস্থাটির দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সংস্থাটি ‘বদ্ধ উন্মাদেরা’ চালাচ্ছেন। তিনি এ সংস্থার ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করছেন।
বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা এই সংস্থার মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে জানিয়ে ইলন মাস্ক বলেছেন, সংস্কারের প্রয়োজন নেই তাই এটি বিলুপ্ত করার কাজ চলছে।
সামাজিক মাধ্যম এক্স ও টেসলার মালিক ইলন মাস্ককে ডিওজিই প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা সংস্থা ইউএসএআইডি’র ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি ইলন মাস্ককে নজিরবিহীন ক্ষমতা দেয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে।
ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে।
ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেন, ‘ইউএসএআইডি কিছু বদ্ধ উন্মাদ মানুষের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাদের বের করে দেয়া হবে। এরপর সংস্থাটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র না থাকায় ডিওজিইর কর্মকর্তাদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেননি ইউএসএআইডির নিরাপত্তা কর্মকর্তারা। এ কারণে ইউএসএআইডির নিরাপত্তা বিভাগের পরিচালক জন ভুরহিস এবং নির্বাহী ব্রায়ান ম্যাকগিলকে ছুটিতে পাঠানো হয়েছে।
সরকারি ব্যয়, আমলাতন্ত্র ও নিয়ন্ত্রণ কমানোর উদ্দেশ্যে ডিওজিই নামের এই বিভাগটি ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে গঠন করা হয়েছে।
তবে এটি সরকারি কোন বিভাগ নয়। ইউএসএআইডির নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিবাদের জড়ানোর পর একপর্যায়ে গোপন নথি সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে সক্ষম হন বিভাগের কর্মকর্তারা।
এর পর রোববার ইউএসএআইডিকে ‘অপরাধী সংস্থা’ বলে আখ্যা দেন ইলন মাস্ক। এক্স পোস্টে মাস্ক লিখেছেন, ‘ইউএসএআইডি বন্ধ করে দেয়ার সময় এসেছে। গত শনিবার ইউএসএআইডির ওয়েবসাইটটি অফলাইনে চলে যায়।