Monday, February 10, 2025

আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে কাল

Share

বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৩০ সদস্যকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। কক্সবাজারের ইনানী নৌবাহিনী জেটিঘাট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, জীবন বাঁচাতে এদেশে আশ্রয় নেওয়া বিজিপিসহ অন্য বাহিনীর ৩৩০ জন সদস্যকে আগামীকাল তাদের দেশে পাঠানো হবে। বিজিবির সার্বিক তত্ত্বাবধানে সকাল ৮টায় কক্সবাজার ইনানীর নৌবাহিনী জেটিঘাটে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

আরও সংবাদ